রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার সকালে ধরা আগুনে পুড়ে যাওয়া দোকানে অক্ষত কাপড় খুঁজছেন দোকানের মালিক ও কর্মীরা।
দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর কাপড়ের বড় বড় স্তূপের ভেতর থেকে বান্ডেল টেনে বের করতে দেখা যায় দোকান সংশ্লিষ্টদের। সেসব বান্ডেলে আগুন পৌঁছাতে পারেনি।
একটি দোকানে সিয়াম নামের একজনকে কাপড়ের বান্ডেল বের করতে দেখা যায়। তার দেখাদেখি অনেকেই কাপড় বের করে আনার চেষ্টা করেন। ওই সময় সেখানে শুরু হয় হুলুস্থুল। এতে কাজে ব্যাঘাত ঘটায় লোকজনকে সরে যেতে বলে পুলিশ।
বঙ্গবাজারে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। একে একে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাহিনীর ৫০টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আসে ১২টা ৩৬ মিনিটে।