রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীসহ ১২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালের এ ঘটনায় আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিন সকাল ৬টা ১০ মিনিটে এই আগুনের খবর পেয়ে ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ৫০টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী আহত হন। আহত বাকি সাতজন দোকানি ও স্থানীয়।
আহতদের মধ্যে রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী মেহেদী হাসান, আতিকুর রহমান রাজন, রবিউল ইসলাম অন্তর, দিদারুল হক, দোকান কর্মচারী শাহিন, নিলয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, আহতদের মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে। তারা ঢাকা মেডিকেলে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সিতে চিকিৎসাধীন।