পুলিশ হেডকোয়ার্টার্সের সঙ্গে লাগোয়া মহানগর কমপ্লেক্সে দোকান ছিল মো. ফারুকের। বঙ্গবাজারে লাগা আগুনে পুড়ে গেছে ফারুকের সে দোকান। সব হারিয়ে এখন পথে বসে গেলেন তিনি।
আহাজারি করতে করতে মঙ্গলবার সকালে বঙ্গবাজারে এ কথা জানান এই ব্যবসায়ী।
আনাচ ফ্যাশনের মালিক ফারুক ঈদ উপলক্ষে ৩০ লাখ টাকার মাল তুলেছিলেন তার দোকান ও গোডাউনে বলে জানান।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘সাইনবোর্ড আমার বাসা। সেখান থেকে এসে দেখি সব শেষ। অল্প কিছু মাল বের করতে পারছি। ধোঁয়ার মধ্যে বস্তা নিয়ে দৌড়াইছি। সব শেষ আমার।’
ফারুকের স্ত্রী স্বপ্না বলেন, ‘সামনে ঈদ। দোকান ভাড়া, বাচ্চাদের স্কুলের খরব, বাসা ভাড়ার কী হবে আমাদের। আমাদের ৮ জনের পরিবারে আমার স্বামী একা ইনকাম করে। অনেক বড় বিপদে পড়ে গেছি।’
একই মার্কেটে লেডিস আইটেম বিক্রি করতেন শাহরুক খান।
তিনি বলেন, ‘আল্লাহর রহমতে সব বের করে ফেলেছি। আমাদের মার্কেটে আগুন পরে লেগেছে বলে বের করতে পারছি। সবাই পারে নাই। আমার বাসা পাশেই তাই বের করতে পেরেছি।’