মঙ্গলবার সকালে এই মার্কেটটিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউটিন তা নিয়ন্ত্রণে কাজ করছে।
রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে র্যাব।
মঙ্গলবার সকালে এই মার্কেটটিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউটিন তা নিয়ন্ত্রণে কাজ করছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, র্যাবের ঢাকার সব ব্যাটালিয়ন ও নারায়ণগঞ্জ থেকে ১৮টি টহল দল এবং সাদা পোষাকে ছয়টি দল ঘটনাস্থলে যোগ দিয়েছে।
র্যাব জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, ট্রাফিক ম্যানেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন সদস্যরা।
এ ছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবিও এই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।