বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাঙ্গামাটিতে বৈসাবি উৎসব শুরু

  • প্রতিনিধি,রাঙামাটি   
  • ৩ এপ্রিল, ২০২৩ ২১:৪৭

বৈসাবি উপলক্ষে রাঙ্গামাটিতে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন পাহাড়ি নারী ও পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে এতে অংশ নেন।

বাংলাবর্ষ বিদায় ও বরণ উপলক্ষ্যে প্রতিবছরের মত রাঙ্গামাটিতে শুরু হয়েছে বৈসাবি উৎসব। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠির ঐতিহ্যবাহী এই সামাজিক উৎসব উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী বৈসাবি মেলার আয়োজন করা হয়েছে।

সোমবার বিকেলে শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ইনষ্টিটিউট প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার। আগামী ৭ এপ্রিল পর্যন্ত এ মেলা চলবে।

বৈসাবি উপলক্ষে রাঙ্গামাটিতে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন পাহাড়ি নারী ও পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে এতে অংশ নেন।

মেলায় পাহাড়িদের বিভিন্ন ঐতিহ্যবাহী কৃষ্টি ও সাংস্কৃতির পসরা সাজিয়ে ৩০টি স্টল বসেছে। পাঁচ দিনের এই মেলায় পাহাড়ি শিশুদের চিত্রাংকন, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের পরিবেশনার আয়োজন রয়েছে।

এ বিভাগের আরো খবর