বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইফতারে আপেলের টুকরো গলায় আটকে শিশুর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৩ এপ্রিল, ২০২৩ ২১:২১

মৃত শিশুটির বাবা সাখাওয়াত হোসেন কানন বলেন, ইফতারের করার সময় তিয়ান ছোট একটি আপেলর টুকরো মুখে দেয়ার সঙ্গে সঙ্গে তার গলায় আটকে যায়। অনেক চেষ্টা করেও আপেলের টুকরোটি বের করতে পারিনি। পরে দ্রুত ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক দক্ষিনগাঁও এলাকায় ইফতারের সময় গলায় আপেলের টুকরো আটকে সামির আহমেদ তিয়েন নামের ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার এ ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে রাত পৌনে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শিশুটির বাবা সাখাওয়াত হোসেন কানন বলেন, ইফতারের করার সময় তিয়ান ছোট একটি আপেলর টুকরো মুখে দেয়ার সঙ্গে সঙ্গে তার গলায় আটকে যায়। অনেক চেষ্টা করেও আপেলের টুকরোটি বের করতে পারিনি। পরে দ্রুত ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের আরো খবর