রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বাসায় গিয়ে তার মাকে সান্ত্বনা দিয়েছে বিএনপি নেতারা। এ সময় শামসুজ্জামানের মা করিমন নেসা কান্নায় ভেঙে পড়েন।
সোমবার বেলা ১১টার দিকে ধামরাইয়ে শামসুজ্জামানের নানার বাড়িতে গিয়ে শামসের মায়ের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির মিডিয়া সেলের একটি প্রতিনিধি দল।
এ সময় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকতসহ অনেকে উপস্থিত ছিলেন।
সাংবাদিক শামসের মাকে সান্তনা জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আজকে দেশে কেউ নিরাপদ নয়। গোটা দেশ যেন কারাগারে পরিণত হয়েছে। সরকারের অপকর্ম ও দুর্নীতির কথা বললেই হামলা হয়, গুম হয়। আল্লাহর অশেষ রহমত যে, সাংবাদিক শামস গুমের শিকার হননি।’এ সময় সাংবাদিক শামসের মা করিমন নেসা বলেন, ‘আমার সন্তান কখনও অপ-সাংবাদিকতা করেনি। আমি জানি না কোন অপরাধে আমার ছেলেকে রাতের আঁধারে তুলে নেয়া হলো? তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও।’
প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামানের বাড়ি মানিকগঞ্জ সদরের কাটিগ্রামে। সেখানেই তার মা করিমন নেসা থাকেন। অন্যদিকে শামসুজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।