রাজধানী থেকে অনলাইন জুয়া প্ল্যাটফর্মের একজন অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। রোববার সকালে এটিইউ-এর একটি দল খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
হাফিজ আল আসাদ নামের এই জুয়াড়ি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেছেন।
এটিইউ-এর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান বলেন, ‘চলতি বছরের ২৭ জানুয়ারি বগুড়ার কলোনি বাজার এলাকায় অভিযান চালিয়ে ‘1xBet’ অনলাইন জুয়া প্ল্যাটফর্মের সদস্য রানা মিয়া ও রেজা আহম্মেদকে গ্রেপ্তার করে এটিইউ। তাদের গ্রেপ্তারের পর ওই মামলার পলাতক আসামি হাফিজ পরিচয় গোপন করেন। তিনি অনলাইন জুয়া প্ল্যাটফর্মের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন (আইফোন ১৩ ও টেকনো স্পার্ক ৭) বিক্রি করে দেন।’
তিনি আরও বলেন, ‘হাফিজ ফেসবুক আইডি ও ফেসবুক গ্রুপ ব্যবহার করে অনলাইনে জুয়া পরিচালনা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে জুয়ার টাকা লেনদেন এবং বিভিন্ন ব্যক্তিকে অনলাইন জুয়া খেলার জন্য উৎসাহিত করে টাকা/ডলারের মাধ্যমে অনলাইন জুয়ায় অংশগ্রহণ করাতেন। তিনি
এককভাবে বা একাধিক সুপার এজেন্টের সঙ্গে সরাসরি ‘1xBet’ অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে সম্পৃক্ত হয়ে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন।’