রাজধানীর মিরপুরে সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মিরপুর-১০ নম্বরে রোববার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৩০ বছর বয়সী মো. মামুনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের ঈমানের কান্দি গ্রামে। তিনি গাজীপুরে স্ত্রী ও এক সন্তান নিয়ে ভাড়া থাকতেন।
আহত অবস্থায় মামুনকে হাসপাতালে নিয়ে আসা তার মামা মো. মানিক মিয়া বলেন, ‘মিরপুর-১০ নম্বরে গাজী ভবনের তিন তলায় সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হঠাৎ সে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টা ৪৫ দিকে তার মৃত্যু হয়।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মিরপুর মডেল থানাকে জানানো হয়েছে।