রাজধানীর কদমতলীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পোস্তগোলা ব্রিজের ঢালে শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২৫ বছর বয়সী ফরহাদ হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকার আমির হোসেনের ছেলে।
ফরহাদকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু জয় বলেন, শনিবার সন্ধ্যার পর আমরা মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে পোস্তগোলা ব্রিজের ঢালে একটি ট্রাক বাইকটিকে ধাক্কা দেয়। এতে ফরহাদ বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শনিবার রাত ১২টার দিকে তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালক থানা পুলিশের হেফাজতে রয়েছে।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।