মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় শ্যালিকার আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় আট বছর আগে উপজেলার একটি গ্রামে এক তরুণীকে বিয়ে করেন ওই যুবক। বিয়ের পর থেকে তিনি শ্যালিকার সঙ্গে অনৈতিক সম্পর্ক করার জন্য বিভিন্ন সময় প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি গত ২৮ ফেব্রুয়ারি মুঠোফোনের অ্যাপসের মাধ্যমে শ্যালিকার আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করে আত্মীয়-স্বজনকে পাঠান। সেসব ছবি ও ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে ওই তরুণী আত্মহত্যার চেষ্টাও করেন। এ ঘটনায় গতকাল সকালে মানিকগঞ্জ র্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী তরুণীর বাবা।
র্যাব-৪–এর সিপিসি-৩–এর মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডর লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন বলেন, গতকাল বিকেলে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। পরে রাতেই তাকে থানায় হস্তান্তর করা হয়।