সারাদেশে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। ‘ব্যবসায়ী সিন্ডিকেটের শেকলবন্দি জনতন্ত্র’ প্রতিপাদ্যে পারফর্মিং আর্টস প্রদর্শন করেন তারা।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদস্বরূপ পারফর্মিং আর্টস প্রদর্শনীর আয়োজন করেন শিক্ষার্থীরা।
প্রদর্শনীতে দেখা যায়- দূর্নীতিবাজ সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে শেকলবন্দি প্রশাসন, হলুদ গণমাধ্যম, বুদ্ধিজীবী রাজনীতিবিদসহ দেশের সাধারণ জনগণ। সিন্ডিকেট হাতে হাজার টাকার টাকার নোট দেখিয়ে লেলিয়ে রাখছে স্বায়ত্তশাসিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। টাকার লোভ দেখিয়ে বন্ধ রাখছে দেশের বুদ্ধিজীবী, রাজনীতিবিদসহ হলুদ মিডিয়াকে।
প্রদর্শনীর একপাশে তারুণ্যের প্রতীক হয়ে কেউ কেউ লড়ে যাচ্ছেন দেশের চলমান সব অনিয়ম-দুর্নীতিসহ সব অপশক্তির বিরুদ্ধে। হাত তুলে গর্জে উঠে উচ্চারণ করছেন- ‘এই ক্রান্তিলগ্নে দেশকে উদ্ধার করবে কে? এই দুঃসময়ে দেশকে উদ্ধার করবে কে? দেশের পরাধীন গণমাধ্যমকে উদ্ধার করবে কে? স্বৈরাচারের পতন আনবে কে? এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাবে কে?’
আর্টস প্রদর্শনীতে মূল ছয়টি চরিত্রে এই অভিনয় সম্পাদিত হয়। এর মধ্যে ‘দুর্নীতিবাজ সিন্ডিকেট ব্যবসায়ী’ চরিত্রে অভিনয় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। ‘তরুণ সমাজ’ চরিত্রে অভিনয় করেন আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এম এ সায়েদ। অন্য চরিত্রগুলো হলো- প্রশাসন, হলুদ গণমাধ্যম, বুদ্ধিজীবী রাজনীতিবিদ ও জনসাধারণ।