জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যা মামলায় আসামি চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে।
আগামী ২৩ মে অভিযোগ গঠন শুনানির দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল বৃহস্পতিবার। তবে এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। এজন্য ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান নতুন এ দিন ঠিক করেন।
এ মামলার আসামিদের মধ্যে আকরাম হোসেন, মো. ওয়ালিউল্লাহ ওরফে ওলি ওরফে তাহেব ওরফে তাহসিন, সাব্বিরুল হক চৌধুরী ওরফে আকাশ ওরফে কনিক ও মাওলানা জুনেদ আহাম্মেদ ওরফে সাব্বির ওরফে জুনায়েদ ওরফে তাহের পলাতক রয়েছেন।
এ ছাড়া এ মামলার অপর চার আসামি রশিদুন নবী ভূঁইয়া ওরফে টিপু ওরফে রাসেল ওরফে রফিক ওরফে রায়হান, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্লাহ কারাগারে রয়েছেন।
ব্লগার নাজিম ২০১৬ সালের ৬ এপ্রিল রাতে ক্লাস শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পুরান ঢাকার গেণ্ডারিয়ায় মেসে ফিরছিলেন। পথে লক্ষ্মীবাজারে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় পরদিন সূত্রাপুর থানার এসআই নুরুল ইসলাম মামলা করেন।
২০২০ সালের ২০ আগস্ট জিয়াউল হক জিয়াসহ নয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।