বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সন্তানের মৃত্যুর শোকে মায়ের ‘আত্মহত্যা’

  • প্রতি‌নি‌ধি, মেহেরপুর   
  • ৩০ মার্চ, ২০২৩ ১৩:৫০

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল আরও জানান, মরদেহটি একটি আম গাছ থেকে উদ্ধার করা হয়েছে। আমরা প্রাথমিক ধারণা করছি ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে হয়তো বছিরন খাতুন গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

মেহেরপুরে ছেলের মৃত্যুর ১০ দিনের মাথায় আম গাছ থেকে মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মা বছিরন খাতুন আত্মহত্যা করেছেন।

জেলার মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের একটি আম গাছের ডাল থেকে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

৩ সন্তানের জননী ৫০ বছর বয়সী বছিরন খাতুন ওই একই এলাকার মাছ ব্যবসায়ী রমজান আলীর স্ত্রী।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল নিউজবাংলাকে এসব তথ‍্য নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, নিহত বছিরনের ছোট ছেলে রাসেল ১০দিন আগে বাড়ির কাজ-কর্ম নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমানে নিজ বাড়িতে থাকা আগাছানাশক কীটনাশক পান করেন।

পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

এ সময় তার শারীরিক অবস্থার অবনতি দেখে সেখানে থাকা চিকিৎসক তাকে মেহেরপুর ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে বুধবার তার মৃত্যু হয় এবং বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার দাফন সম্পন্ন হয়।

ছেলের দাফনের পর মা বছিরন খাতুন বাড়ির বাহিরে গিয়ে চলে আসে, এরপরে রাতে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তাকে আর খুঁজে পায়নি।

পরে স্থানীয়রা ভোরে একটি আম গাছে বছিরনের ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল আরও জানান, মরদেহটি একটি আম গাছ থেকে উদ্ধার করা হয়েছে। আমরা প্রাথমিক ধারণা করছি ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে হয়তো বছিরন খাতুন গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

এ বিভাগের আরো খবর