করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে ভারতে, মাত্র একদিনের ব্যবধানে দেশটিতে শনাক্ত বেড়েছে ৪০ ভাগ।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার সকালে এ তথ্য দিয়েছে এনডিটিভি।
২৪ ঘণ্টার হিসাবে নতুন করে ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১৬ জনের শরীরে। এই সংখ্যা আগের দিনের চেয়ে ৪০ ভাগ বেশি। একদিনে শনাক্ত বৃদ্ধির হার ২ দশমিক ৭ ভাগ। সপ্তাহের হিসাবে শনাক্ত বেড়েছে ১ দশমিক ৭১ ভাগ।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ভাইরাসে দেশটিতে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে তিনজন, নয়াদিল্লিতে দুজন, হিমাচলে একজন এবং বাকি মৃত্যু হয়েছে কেরালায়।
সবমিলিয়ে ভারতে এখন করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ৮৬২ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশজুড়ে সক্রিয় রোগীর সংখ্যা শূন্য দশমিক শূন্য ৩ ভাগ। করোনায় সেরে ওঠার হার ৯৮ দশমিক ৭৮ ভাগ। সার্বিক প্রেক্ষাপটে বিভিন্ন রাজ্য করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে জরুরি বৈঠকের পরিকল্পনা করছে।
নয়াদিল্লিতে গত ১৬ জানুয়ারি কোনো করোনা রোগী শনাক্ত হয়নি, তবে সেখানে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩০০ জন। অন্য রাজ্যগুলোতেও প্রায় একই অবস্থা।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
ভারতসহ নানা দেশে করোনার বেশকিছু ধরন শনাক্ত হয়েছে। এই ভাইরাসের সংক্রমণ সারাবিশ্বেই বেশ কমে এসেছে। তবে কিছু কিছু দেশে আবার নতুন করে আক্রান্তের খবর মিলছে সম্প্রতি।