বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেসমিনকে তুলে নেয়ার এখতিয়ার র‌্যাবের ছিল কি না, প্রশ্ন হাইকোর্টের

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৮ মার্চ, ২০২৩ ১৯:৪৯

আইনজীবী মনোজ কুমার ভৌমিক সাংবাদিকদের বলেন, ‘জেসমিনকে যে তুলে নেয়া হলো এটা র‌্যাবের এখতিয়ারের মধ্যে আছে কি না তা আদালত জানতে চেয়েছেন। তাছাড়া ওই নারী যখন র‌্যাবের হেফাজতে ছিলেন তখন র‌্যাব যে আচরণ করেছে তা আইন অনুযায়ী হয়েছে কি না তা-ও জানতে চেয়েছেন আদালত।’

নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু ঘটনায় র‌্যাবের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। ওই নারীকে যে তুলে নেয়া হয়েছে, এটা র‌্যাবের এখতিয়ারের মধ্যে আছে কি না তা আদালতকে জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। পরে এ বিষয়ে শুনানির জন্য ৫ এপ্রিল দিন ঠিক করে দিয়েছে আদালত।

জেসমিনকে আটক করার ক্ষমতা র‌্যাবের আছে কি না, আটকের সময় তার বিরুদ্ধে মামলা ছিলো কি না এবং র‌্যাব আটকের পর থেকে মৃত্যু পর্যন্ত কী ঘটেছিল?- এসব বিস্তারিত জানাতে বলেছে আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আবেদনকারীর পক্ষে ছিলেন মনোজ কুমার ভৌমিক।

সুলতানা জেসমিন। ফাইল ছবি

পরে আইনজীবী মনোজ কুমার ভৌমিক সাংবাদিকদের বলেন, ‘জেসমিনকে যে তুলে নেয়া হলো এটা র‌্যাবের এখতিয়ারের মধ্যে আছে কি না তা আদালত জানতে চেয়েছেন। তাছাড়া ওই নারী যখন র‌্যাবের হেফাজতে ছিলেন তখন র‌্যাব যে আচরণ করেছে তা আইন অনুযায়ী হয়েছে কি না তা-ও আদালত জানতে চেয়েছেন।

‘আমরা আদালতে বলেছি, আমরা বিচার বিভাগীয় উচ্চ পর্যায়ের একটি কমিটি করার দাবি করেছিলাম। মারা যাওয়ার পরও কেন ১৫৪ ধারায় মামলা হলো না- এ বিষয়ে আবেদন করেছিলাম।

আদালত শুনানি নিয়ে আরও কিছু ডকুমেন্ট দেখবেন। পোস্টমটেম রিপোর্টটা দেখবেন। আগামী বুধবার আরও শুনানি হবে।’

এই আইনজীবী আরও বলেন, ‘আমরা বলেছি, জেসমিন মারা গেছেন শুক্রবার। এর আগে বুধবার গ্রেপ্তারের পর থেকে শুক্রবার পর্যন্ত তিনি র‌্যাব হেফাজতে ছিলেন। এ সময় কী ঘটেছিল?

‘আটকের পর থেকে সুলতানা জেসমিনকে সম্মানজনক জায়গায় (থানা অথবা কার্যালয়ে) নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত সময়ে র‌্যাবের আচরণ আইনানুগ হয়েছে কি না, তাও জানতে চেয়েছেন আদালত।’

এছাড়া চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদনে সুলতানা জেসমিনের মৃত্যুর কারণ সংক্রান্ত তথ্য আদালতকে জানাতে বলা হয়েছে। ৫ এপ্রিলের মধ্যে রাষ্ট্রপক্ষকে এ সংক্রান্ত আইন, নথি ও সুলতানা জেসমিনের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ওইদিন পরবর্তী শুনানি হবে।

র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর খবরটি সোমবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। ওই প্রতিবেদন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। এ ঘটনায় এই নারীর পোস্টমর্টেম রিপোর্ট তলব করে হাইকোর্ট।

এ বিভাগের আরো খবর