সুনামগঞ্জে গরুর ঘাস খাওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে মারামারিতে এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম শুকুর মিয়া (৪৫)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, শুকুর মিয়া গরুর জন্য পতিত জমিতে ঘাস চাষ করেছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তার জমির ঘাস খেয়ে ফেলে একই গ্রামের সাঈদ আলীর ছেলে নায়েব আলীর গরু। এ নিয়ে নায়েবের সঙ্গে শুকুর মিয়ার বাগবিতণ্ডা হয়। পরে নায়েব আলী তার সহোদরদের নিয়ে শুকুরকে মারধর করেন। এক পর্যায়ে তারা সবাই মিলে শুকুরের বুকে পা দিয়ে চেপে ধরেন, এতে নিস্তেজ হয়ে যান তিনি। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুকুরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল এসপি) মো. জাহিদুল ইসলাম বলেন, গরুতে খাস খাওয়া নিয়ে প্রতিপক্ষের মারধরে শুকুর আলী নামের একজন মারা গেছেন। অভিযুক্তদের ধরতে আমাদের একাধিক টিম কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।