কুমিল্লা জিলা স্কুল রোড সংলগ্ন অভিজাত বিপণি বিতান প্ল্যানেট এসআরের ভেতর ডায়মন্ড হাউজের শাটার ভেঙে বিপুল পরিমাণ হীরার অলংকার ও নগদ টাকা চুরি হয়েছে। চুরি শেষে চোরের দল বাইরে থেকে দোকানে নতুন তালা লাগিয়ে চলে যায়। সোমবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি দোকানের ভেতর সব শো-কেস খালি। বাইরে থেকে নতুন তালা দেয়া।
‘কী পরিমাণ অলংকার ও টাকা চুরি হয়েছে তা এখনও নিশ্চিত নই। তদন্ত চলছে। তারপর বিস্তারিত বলা যাবে। তবে এটুকু বলতে পারি, দুর্বল ব্যবস্থাপনার কারণেই এখানে চুরি হয়েছে।’
চুরি হওয়া দোকান ডায়মন্ড হাউজের মালিক সৌমেন সাহা৷ তিনি ঢাকার বাসিন্দা। এই শো-রুমের পরিচালক নিলয় সাহা বলেন, ‘সোমবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দোকান বন্ধ করে আমরা বাসায় চলে যাই। মঙ্গলবার সকালে আমি ও বিক্রয়কর্মী মিঠু দাশ শো-রুমের একপাশের শাটার খুলে দেখি সব অর্নামেন্ট চুরি হয়ে গেছে। বাক্সগুলো খালি পড়ে আছে। ক্যাশবাক্স থেকে নগদ টাকাও নিয়ে গেছে চোর।’
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার আমাদের দোকানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথা ছিল। তার আগের রাতে এমন চুরির ঘটনা ঘটল।’
বাংলাদেশের জুয়েলার্স এসোসিয়েশন কুমিল্লা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ জামান বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। আমরা এ ঘটনায় জড়িতদের আটক ও চুরি হওয়া ডায়মন্ড উদ্ধারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাই।’