বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও চাকুসহ ফরিদপুরের কুখ্যাত সন্ত্রাসী ফেন্সি মাসুদ ওরফে মাসুদ রানাকে আটক করেছে র্যাব-৮। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
সোমবার ফরিদপুর র্যাব-৮ অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন লে. কমান্ডার কে এম শাইখ আকতার।
সংবাদ সম্মেলনে র্যাবের এই কর্মকর্তা জানান, র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় কুখ্যাত ফেন্সি মাসুদের বিষয়টি জানা যায়। সোমবার সকালে রাজবাড়ী সদর থানাধীন দয়ালনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। মাসুদ ওই এলাকার মৃত আজগর আলী মণ্ডলের ছেলে।
কে এম শাইখ আকতার বলেন, মাসুদ একজন কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী এবং পেশাদার অস্ত্র ও মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যাসহ মোট চারটি মামলা রয়েছে। চাঞ্চল্যকর কাউসার হত্যা মামলারও প্রধান আসামি এই ফেন্সি মাসুদ।