রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দিরের হানিফ ফ্লাইওভারের নিচে সুইপার কলোনিতে আগুন লেগে নারীসহ সাতজন দগ্ধ হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।
রাত ৩টা ২০ মিনিটে খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৭টি ইউনিটের চেষ্টায় ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
দগ্ধ ব্যক্তিরা হলেন ৬৫ বছর বয়সী গীতা রানী দে, ৬০ বছর বয়সী কান্তা রানী, ৩৬ বছর বয়সী রাজু ও ৫২ বছর বয়সী আফজাল হোসেন, ৭ বছর বয়সী কৃষ্ণ, ২৭ বছর বয়সী শান্তি এবং ৩ বছর বয়সী লক্ষ্মণ।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এসে অবজারভেশনে রাখা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, একই ঘটনায় তিনজনকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল বার্নে নিয়ে আসা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিসের ধারণা, সিগারেটের আগুন বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুইপার কলোনির আনুমানিক ২০টি টিন সেড ঘরে আগুন লেগেছিল। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় পাশের কয়েকটি মুরগির দোকান। আগুনে ফ্লাইওভার ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তাও পরীক্ষা করে দেখা হবে বলে জানান তারা।