শিক্ষার্থীদের ক্ষোভ ও আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হলগুলোর ডাইনিংয়ের খাবারের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে প্রভোস্ট কমিটির নেয়া সিদ্ধান্ত অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে হলের খাবারের দাম এক লাফে ১০ টাকা বৃদ্ধি করে ২৫ টাকা থেকে ৩৫ টাকা এবং সেহরি ৫০ টাকা থেকে ৬০ টাকা করা হয়। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা।
প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট গ্রুপগুলোতে ক্ষোভ প্রকাশ করেন তারা। এছাড়া শুক্রবার দুপুরে হলের খাবার বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষার্থীরা ।
এই অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১০টায় খাবারের মূল্য সমন্বয় করতে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, প্রক্টরিয়াল বডি ও প্রভোস্টবৃন্দ। সভায় হলের খাবারের দাম না বাড়ানোর সিদ্ধান্ত হয়।
আলাওল হলের প্রভোস্ট ড. মোহাম্মদ ফরিদুল আলম নিউজবাংলাকে বলেন, ‘উপাচার্য সার্বিকভাবে বিষয় বিবেচনা করে আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা আপাতত হলের ডাইনিংয়ের মূল্যবৃদ্ধি করছি না। আগে যেভাবে চলছে সেভাবেই চলবে। আগের মূল্যেই খাবার মিলবে।’