ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
উপজেলার শ্যামগঞ্জ মধ্যবাজারে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ারসার্ভিস ময়মনসিংহের বিভাগীয় উপপরিচালক মো. মতিয়ার রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে নেত্রকোণার পূর্বধলা ও ময়মনসিংহ ফায়ারসার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে এসে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই ৫০টির বেশি দোকান পুড়ে যায়। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখি এখনো ধোয়া বের হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।’
উপপরিচালক মো. মতিয়ার রহমান বলেন, ‘মুহূর্তের মধ্যে আগুন এক দোকান থেকে অন্য দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়েছিল। বাজারে রেস্তোরাঁর পাশাপাশি, হার্ডওয়্যারের দোকানসহ বিভিন্ন দোকান রয়েছে। তবে ঠিক কোন দোকানটি থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’