ময়মনসিংহের নান্দাইলে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বৃদ্ধ বাবা।
উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
৩৫ বছর বয়সী নিহত আল আমিন পেশায় পান বিক্রেতা ছিলেন। তার ৭০ বছর বয়সী বাবা রমজান আলী।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাতে তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে নিজ ঘর থেকে আল আমিন ও তার বাবা রমজান আলীকে ডাক দেয় পার্শ্ববর্তী ধীতপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মাজহারুল। আল আমিন বের হতেই হাতে থাকা রামদা দিয়ে কুপিয়ে আল আমিনকে হত্যা করে মাজহারুল। রমজান আলী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা রমজান আলীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, ‘তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাজহারুলকে আটক করা হয়েছে। মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনসহ মামলা প্রক্রিয়াধীন।’