রাজধানীর মগবাজারে ফ্লাইওভারের ঢালে বাসের চাপায় এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়ারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২৫ বছর বয়সী আনিসুল হক সাকি কিশোরগঞ্জের বোলাই থানার আব্দুস সালামের ছেলে। উত্তরায় একটি মেসে থাকতেন তিনি।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদেরের বরাত দিয়ে নিহতের বোন জামাই আল আমিন বলেন, হাতিরঝিল এলাকার সোনালীবাগে বড় বোন ইশরাত জাহানের বাসায় বেড়াতে এসেছিলেন সাকি। পরে বাসা থেকে বের হয়ে মোটরসাইকলে চালিয়ে উত্তরা যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন তিনি।
তিনি জানান, মগবাজার ওয়ারলেস ঢালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আমার শ্যালক মারা যান। হাতিরঝিল থানার এসআই আব্দুল কাদের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।