বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

থানচির বলিবাজারে পুড়ল ৫৯টি দোকান

  • প্রতিনিধি, বান্দরবান   
  • ২২ মার্চ, ২০২৩ ০৯:৫১

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল মনসুর বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। ক্ষতিগ্রস্তদের ত্রাণ-সহায়তা দেয়ার জন্য ব্যবস্থা নেয়া হবে।’

বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে এক অগ্নিকাণ্ডে ৫৯টি দোকান পুড়ে গেছে।

বলিবাজারের নীলগিরি হোটেল থেকে বুধবার সকাল পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হলে তা একে একে সব দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় বলিবাজারের ১৫০টি দোকানের মধ্যে ৫৯টি দোকান পুড়ে যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের সহায়তায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

থানচির বলিপাড়ার ইউপি চেয়ারম্যান জিয় অং মার্মা বলেন, ‘অগ্নিকাণ্ডে বাজারের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এতে ব্যবসায়ীরা নি:স্ব হয়ে পড়েছে।

এদিকে ঘটনার পর থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লা মং মার্মা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো: আবুল মনসুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল মনসুর বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। ক্ষতিগ্রস্তদের ত্রাণ-সহায়তা দেয়ার জন্য ব্যবস্থা নেয়া হবে।’

২০২০ সালের ২৭ এপ্রিল বলিবাজারের ২০০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়, এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল।

এ বিভাগের আরো খবর