বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

  • প্রতিনিধি, সিলেট    
  • ২১ মার্চ, ২০২৩ ১১:২৩

সিলেট মহানগরের শাহ পরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, সবুজবাগের ওই ভবনে পাম্প ব্যবহার করে পানি নিষ্কাশনের চেষ্টার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক লাইনে সম্ভবত লিক ছিল, ফলে এ ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সিলেট নগরীর সবুজবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টায় ওই এলাকার একটি ভবনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বিয়াবাইল গ্রামের ২৭ বছর বয়সী জাহিদ হোসেন ও বিয়ানীবাজার উপজেলার গোলঘাটের ২৫ বছর বয়সী সাদিক আহমদ।

ভবন নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা আব্দুস শুকুর জানান, সবুজবাগ আবাসিক এলাকায় একটি ভবনের বেইসমেন্টের কাজ চলছে। বেইসের ঢালাইয়ের জন্য গর্ত খুঁড়ে রাখা হয়েছে। বৃষ্টিতে গর্তের মধ্যে পানি জমে যায়। সোমবার সকালে জাহিদ ও সাদিক পানি নিষ্কাশনে পাম্প ব্যবহারের চেষ্টা করেন। পানিতে পাম্প রেখে বিদ্যুতের সুইচ দেয়ার সঙ্গে সঙ্গে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অন্যান্য শ্রমিকরা তাদেরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে জানান।

সিলেট মহানগরের শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, সবুজবাগের ওই ভবনে পাম্প ব্যবহার করে পানি নিষ্কাশনের চেষ্টার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক লাইনে সম্ভবত লিক ছিল, ফলে এ ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এ বিভাগের আরো খবর