বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গোমতীতে ভেসে উঠল আনসার সদস্যের মরদেহ  

  • প্রতিনিধি, কুমিল্লা    
  • ২১ মার্চ, ২০২৩ ০৮:৫৬

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের দুইদিন পর গোমতী নদী থেকে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাখরাবাদ এলাকায় গোমতী নদীতে সোমবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।

৪০ বছর বয়সী সমীর চন্দ্র দাস উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের বাসিন্দা।

সোমবার দুপুরে স্থানীয়রা বাখরাবাদ এলাকায় গোমতী নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সমীরের স্ত্রী সোমা রানী দাশ বলেন, ‘সমীর চট্টগ্রামে আনসার বিডিপিতে কর্মরত ছিলেন। গত বুধবার ছুটিতে বাড়িতে আসেন। শনিবার বিকেলে কবুতর বিক্রির জন্য বাসা থেকে ডেকে নিয়ে যান তার স্থানীয় ডালিম নামে এক বন্ধু। কবুতর বিক্রি শেষে সমীর বাসায় আসলে পুনরায় আবার সন্ধ্যায় তাকে ডেকে নিয়ে যান ডালিম।

তিনি আরও বলেন, ‘পরে রাতে ডালিম সমীরের ব্যবহৃত জুতা ও মোবাইল ফোন নিয়ে বাড়িতে আসেন। এবং আমাদেরকে জানান সমীর গোমতী নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে জুয়া খেলছিলেন। এ সময় অপরিচিত কেউ জুয়াড়িদের বরাবর টর্চ লাইট মারলে পুলিশ ভেবে জুয়াড়িরা গোমতী নদীতে ঝাঁপিয়ে পড়েন।’

এ বিষয়ে জানতে ডালিমের মোবাইলে একাধিক বার কল দিলেও কল রিসিভ হয়নি।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, সোমবার দুপুরে স্থানীয়রা বাখরাবাদ এলাকায় গোমতী নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর