রাজধানীতে চলাচল করা এক গণপরিবহনের হেলপারের বিরুদ্ধে যাত্রীকে মারধর ও ছুরি হাতে তাড়া করার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে রাজধানীর ইসিবি চত্বর থেকে কারওয়ানবাজারের দিকে আসার পথে এ ঘটনা ঘটে।
আক্রান্ত বাসযাত্রী নুরুন্নবী দৈনিক পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে কর্মরত। তিনি বলেন, ‘ইসিবি চত্বর থেকে কারওয়ান বাজারে আসার জন্য ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাসে উঠি। হেলপার ভাড়া চাইলে এই পথের জন্য ২৫ টাকা দেই। কিন্তু সহকারী আরও ৫ টাকা দাবি করেন।
‘ভাড়া নিয়ে বচসার এক পর্যায়ে বাসের সহকারী আমাকে মারধর শুরু করলে অন্য যাত্রীরা তাকে থামান। ইতোমধ্যে বাসের হেলপার আমার জামা ছিঁড়ে ফেলেন। পরে ফার্মগেট পার হয়ে তেজতুরি বাজার ফুটওভার ব্রিজের কাছে আমি নেমে যাই। সেখানে ছেঁড়া জামা খুলে ফুটপাত থেকে একটি গেঞ্জি কিনে পরে নেই।’
নুরুন্নবী জানান, ওই বাসটি কারওয়ান বাজার ঘুরে আবার ফার্মগেটের দিকে আসতে থাকে। তখন তিনি আবার সেই হেলপারকে তার দিকে আসতে দেখে ভয়ে একটি মিষ্টির দোকানে ঢুকে পড়েন। এ সময় হেলপার ওই দোকান থেকে একটি ছুরি নিয়ে তাড়া করলে আশপাশের লোকজন তাকে থামান। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চান নুরুন্নবী।
বেলা ২টার পর একজন পুলিশ সদস্য ফার্মগেটে এসে নুরুন্নবীকে সঙ্গে নিয়ে ফার্মগেটে ট্রাস্ট ট্রান্সপোর্টের কাউন্টারে যান। সেখানে দায়িত্বরত ব্যক্তিকে বিষয়টি খুলে বললে অভিযুক্তকে খুঁজে বের করার তোড়জোড় চলে।
এ ব্যাপারে ট্রাস্ট পরিবহনের চিফ সুপারভাইজার তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমাদের পরিবহনের সুনাম ক্ষুণ্ন করবে। আমরা চেষ্টা করছি হেলপারকে চিহ্নিত করতে। অনেক চালক ও হেলপারকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা দ্রুতই দোষীকে শনাক্ত করব।’
তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, পুলিশ ও বাস মালিক পক্ষ দোষীকে শনাক্ত করার চেষ্টা করছে। দোষী হেলপারকে চিহ্নিত করার পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।