সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণের দিন আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা তদন্ত করতে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি প্রার্থী মাহবুব উদ্দিন খোকনসহ ১৪ প্রার্থী।
সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
রিটে ভোট কেন্দ্রে পুলিশের অভিযান এবং আইনজীবী ও সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে পুলিশের এই হামলাকে কেন আইনবহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।
রিটে স্বরাষ্ট্র সচিব (জননিরাপত্তা বিভাগ), আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিবির উপ-কমিশনার ও শাহবাগ থানার ওসিকে বিবাদী করা হয়েছে।
গত ১৫ ও ১৬ মার্চ দুই দিনব্যাপী ভোট গ্রহণ করা হয়। ভোটের প্রথম দিন পুলিশের হামলায় আইনজীবী-সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হন। পরে এ ঘটনায় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানান বিএনপিপন্থী আইনজীবীরা।
এদিকে রোববার পৃথক সংবাদ সম্মেলন করেছেন বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে দাবি করা হয়, বিএনপির আইনজীবীরা ব্যালট ছিনতাই করেছেন। তারা সন্ত্রাস করেছেন। স্বতঃস্ফূর্ত ভোট হয়েছে।
অন্যদিকে বিএনপির আইনজীবীরা দাবি করছেন- কোনো ভোট হয়নি। নতুন করে ভোট দিতে হবে।