বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মহাসড়কে চলন্ত পিকআপ ভ্যানে আগুন

  • প্রতিনিধি, সাভার   
  • ১৮ মার্চ, ২০২৩ ২৩:৫৮

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ‘মূলত অতিরিক্ত তাপ ও স্পিডব্রেকারের সঙ্গে ঘর্ষণের ফলে গাড়িতে আগুন ধরে যায়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গাড়ির এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ হতাহত হয়নি।’

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত অবস্থায় হঠাৎ আগুনে একটি পিকআপ ভ্যান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শনিবার রাত ৯টার দিকে মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে এ ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ‘পিকআপ ভ্যানটি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ঢাকা থেকে নবীনগরের দিকে যাচ্ছিল। পরিবহনটির নিচের অংশে গ্যাস সিলিন্ডারের কাছে কোনো যন্ত্রাংশ হালকা করে লাগানো ছিল। মহাসড়কে স্পিডব্রেকারের ওপর দিয়ে যাওয়ার সময় ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

‘আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। মূলত অতিরিক্ত তাপ ও স্পিডব্রেকারের সঙ্গে ঘর্ষণের ফলে গাড়িতে আগুন ধরে যায়। এতে গাড়ির এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এ বিভাগের আরো খবর