দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে সরকার ততই বেপারোয় উঠছে বলে মন্তব্য করেছেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি বলেছেন, জনসমর্থনহীন এই সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। পরাজয়ের আতঙ্কে সরকার দিশেহারা হয়ে পড়েছে।’
রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় শনিবার এক সমাবেশে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বায়স্তবানে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ১২ দলীয় জোট।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘জনগণের ভোটে অবাধ নির্বাচনে এই সরকারের সবচেয়ে বড় ভয়। কারণ জনগণের রায় নিয়ে সরকার গঠনের সাহস তাদের নেই।
‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির মূল্য বৃদ্ধি এবং দ্রব্যমূল্যকে সরকার সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে গেছে। মানুষ খেয়েপরে বেঁচে থাকতে হিমশিম খাচ্ছে। জনগণের এখন একটাই চাওয়া- এই লুটেরা সরকারের বিদায়।’
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আদালতের রায়ে বলা হয়েছিল, আরও দুটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। কিন্তু এই সরকার সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তা বাতিল করেছে। তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি মানতে বাধ্য হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান ক্বারী আবু তাহের, ইসলামী ঐক্যজোটের অধ্যাপক আবদুল করিম, বাংলাদেশ ন্যাপের (ভাসানী) আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব মো. রফিকুল ইসলাম প্রমুখ।