নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে শনিবার একটি দোতলা ভবনে বিস্ফোরণের পর আগুনে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ও দগ্ধ হয়েছেন আটজন।
ফায়ার সার্ভিস বলছে, ভবনের গুদামে গ্যাস জমে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা বেশি। ক্ষতিগ্রস্ত ভবনটির পেছনের অংশ ইতোমধ্যে ধসে পড়েছে। যা আশেপাশের বসতিদের জন্য ঝুঁকিপূর্ণ।
নিতাইগঞ্জের ডাইলপট্টিতে সকাল সাড়ে ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে, যা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বিস্ফোরণে প্রাণ হারানো ব্যক্তির নাম আউলাদ হোসেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আহত ব্যক্তিরা হলেন সরকার হোসেন, জাহাঙ্গীর, সেন্টু, রাজু, বিশু, জাকির হোসেন, বিল্লাল হোসেন ও জগদীশ সরকার। তারা শ্রমিক, ট্রাকচালক ও দোকান মালিক। তারা শ্রমিক, ট্রাকচালক ও দোকান মালিক।
ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, ‘বিস্ফোরণের পর আগুন বেশিদূর ছড়াতে পারেনি। তবে ভবনের পেছনের অংশে বেশি ক্ষতি হয়েছে। ধসে পড়েছে ভবনের এক পাশ। নিচ তলার দোকানে ও গুদামে থাকা মালপত্র পুড়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘উত্তর পাশে একটি সচল গ্যাস সংযোগ পাওয়া গেছে। সেটি গুদামের পাশ হয়ে দুই তলায় রান্নাঘরে সংযোগ ছিল। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও গ্যাস লাইন সচল অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের পাইপ থেকে গ্যাস নির্গত হয়ে গুদামে জমে বিস্ফোরণ ঘটেছে। এর বাইরে আরও যেসব বিষয় রয়েছে তা নিয়ে কাজ চলছে। বিস্ফোরণের কারণ শনাক্ত করতে আমাদের সঙ্গে কাজ করছে সিআইডি।’
স্থানীয়রা জানান, ভবনটি প্রায় শত বছরের পুরোনো। ১০ বছর আগেই এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবুও ভবনের নিচ তলায় ডাল, চাল, ভূষি, লবণ ও কাগজ গুদামে রেখে ব্যবসা করা হতো। দুই তলায় শ্রমিক, ট্রাকচালকরা থাকতেন। নিচে চলতো বেচাকেনা। প্রায় সময় ভবন থেকে ইট খসে পড়ত। শনিবার সকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তারপর ছড়িয়ে পড়ে আগুন।
নিতাইগঞ্জ বহুমুখী ব্যবসায় সমিতির সাবেক সভাপতি শংকর সাহা জানান, গত বছরেও এখানে এমন আরও একটি ঘটনা ঘটে। ওই ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন ও স্থানীয় পুলিশকে লিখিতভাবে জানানো হয়। তবে তারা উদ্যোগ না নেয়ায় এবার বড় ধরনের ঘটনা ঘটলো।
নারায়ণগঞ্জে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস জানান, গত কয়েক বছরে একাধিকবার এই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে ভবনের মালিককে নোটিশ দেয়া হয়েছে। তবে তিনি ভবনটি অপসারণ করেননি।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, বিস্ফোরণের আগুনে দগ্ধ ও আহত আটজনকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও ঘটনার তদন্ত করছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
পরিত্যক্ত ভবন থেকে কেন গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়নি জানতে চাইলে তিতাসের নারায়ণগঞ্জের প্রকৌশলী ইমরান হোসেন বলেন, ‘ভবনের পাশে গ্যাস রাইজার আছে। এটি গ্যাসের লাইন থেকে হয়েছি কি না আমরা এখনও নিশ্চিত নই।’