বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চালককে মেয়রের পিটুনি, ময়মনসিংহ-কিশোরগঞ্জে বাস চলাচল স্বাভাবিক

  • প্রতিনিধি, ময়মনসিংহ    
  • ১৭ মার্চ, ২০২৩ ১১:৩৮

জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মো. মাহবুবুর রহমান বলেন,‘বৃহস্পতিবার রাতে জেলা মটর মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়ার সঙ্গে আলোচনায় বসেন। পরে সবার সিদ্ধান্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়। শুক্রবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।’

ময়মনসিংহের নান্দাইলে এক বাসচালককে মারধর করার ঘটনায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে জেলা মটর মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়ার সঙ্গে আলোচনায় বসেন। পরে সবার সিদ্ধান্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়। শুক্রবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘‘এরআগে বুধবার সকালে নান্দাইলের চৌরাস্তা এলাকায় সড়ক পার হচ্ছিলেন মেয়র রফিক উদ্দিন ভূইয়া। এ সময় বাসের ভেতর থেকে এক যাত্রী বলেন, ‘আপনি সমাজের গণমান্য ব্যক্তি হয়েও অসচেতনভাবে রাস্তা পারাপার হলেন।’ এতে চালকও সায় দিলে মেয়র ক্ষিপ্ত হয়ে চালককে মারধর করেন। এ ঘটনায় ওই চালক জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে জানালে বৃহস্পতিবার সকালে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।’’

বাসের চালককে মারধরের বিষয়ে জানতে চাইলে নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া শুক্রবার সকালে নিউজবাংলাকে বলেন, ‘আমি কাওকে মারধর করিনি। এসব মিথ্যা অভিযোগ।’

তাহলে পরিবহন ধর্মঘট থাকার কারণ কি এমন প্রশ্নে মেয়র বলেন, ‘আমি একটি মিটিংয়ে আছি। কিছুক্ষণ পর বিস্তারিত জানাচ্ছি।’

এ বিভাগের আরো খবর