বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জুমার খুতবায় কী নিয়ে কথা বলার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ মার্চ, ২০২৩ ১১:২৯

প্রধানমন্ত্রী তার বক্তব্যে কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে খতিব ও খাদেমদের প্রতি আহ্বান জানান।

রমজান মাসকে সামনে রেখে খাদ্যে ভেজাল, মজুতদারি, কালোবাজারি ও নিত্যপণ্যের সংকট সৃষ্টির অপচেষ্টাকে ‘অত্যন্ত গর্হিত কাজ’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি সবাইকে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

সারা দেশে বৃহস্পতিবার আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ওই বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্যে ভেজাল দেয়া, মজুতদারি বা কালোবাজারি এবং নিত্যপণ্যের সংকট সৃষ্টি এটা যেন কেউ করতে না পারে, সে জন্য সকলকে আমি সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’

তিনি রমজানকে সামনে রেখে জিনিসপত্রের দাম না বাড়ানোর বিষয়ে সতর্ক করে বলেন, ‘সামনে রমজান মাস। এ সময় আমাদের কিছু ব্যবসায়ী জিনিসের দাম বাড়ানোর চেষ্টা করে। এটা অত্যন্ত গর্হিত কাজ।

‘কারণ রমজান মাস কৃচ্ছ্রতা সাধনের সময় এবং মানুষ যাতে ভালোভাবে তাদের ধর্মকর্ম এবং রোজা যথাযথভাবে পালন করতে পারে, সেদিকেই সবার দৃষ্টি দেয়া উচিত। সে সময় এসব মুনাফালোভীদের জিনিসের দাম বাড়ানো আর মানুষকে বিপদে ফেলার কোনো মানে হয় না।’

বক্তব্যে কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে খতিব ও খাদেমদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘ইমামগণ যখন মসজিদে জুমার নামাজের খুতবা দেন, তখন কালোবাজারি বা মজুতদারি বা খাদ্যে ভেজাল দেয়া আর অযথা মানুষকে কষ্ট দেয়া যে গর্হিত কাজ, সে ব্যাপারে মানুষকে আপনাদের আরও বলা উচিত। খুতবাতেও এটা বলতে পারেন বা মানুষকে সচেতন করতে পারেন।’

সরকারপ্রধান আরও বলেন, ‘সেভাবেই কাজ করতে আমি মসজিদের সম্মানিত ইমাম ও খাদেমগণকে অনুরোধ করব। তাহলে মানুষের মধ্যে অতিরিক্ত মুনাফা নেয়ার প্রবণতা নিশ্চয়ই কমবে।’

এ বিভাগের আরো খবর