পটুয়াখালীর গলাচিপায় জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামে এ ঘটনা ঘটে। এরইমধ্যে পুলিশ জাফর প্যাদা নামে নিহতের মেজো ভাইকে আটক করেছে। তবে মূল অভিযুক্তকে এখনও আটক করা যায়নি।
পঞ্চাশ বছরের নিহত বাবুল প্যাদা ওই গ্রামের চন্দন প্যাদার ছেলে।
নিহতের মেয়ে নার্গিস বেগম জানান, তার বাবা পৈত্রিক জমিতে একটি গোয়াল ঘর তৈরির জন্য মাটি কাটতে যান। এসময় তার চাচা আল-আমিন মাটি কাটতে বাধা দেন। এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে লাঠি দিয়ে বাবুলের মাথায় আঘাত করেন আল-আমিন। পরে আহত অবস্থায় তাকে গলাচিপা উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনিত কুমার গায়েন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। এরইমধ্যে তার এক ভাইকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।