বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বান্দরবানের ৩ উপজেলায় আবারও পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • প্রতিনিধি, বান্দরবান   
  • ১৫ মার্চ, ২০২৩ ২২:১৫

সীমান্ত এলাকায় জঙ্গি সংগঠন ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারণে গত ১৭ অক্টোবর থেকে ওই তিন উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে।

নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের তিন উপজেলা রুমা, রোয়াংছড়ি ও থানচিতে আবারও পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট ইয়াসমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৪ মার্চ থেকে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই তিন উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হলো।

সীমান্ত এলাকায় জঙ্গি সংগঠন ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারণে গত ১৭ অক্টোবর থেকে ওই তিন উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে।

প্রতিবছর শীত মৌসুমে জেলায় হাজার হাজার পর্যটকের আগমন ঘটলেও এবার দফায় দফায় নিষেধাজ্ঞা জারি থাকায় দেশি-বিদেশি পর্যটক না আসায় দুই শতাধিক হোটেল-মোটেল ও পাঁচ শতাধিক পর্যটক গাইড কর্মশূন্য হয়ে পড়ে।

এ ব্যাপারে বান্দরবান হোটেল মোটেল মালিক সমিতির অর্থ সম্পাদক রাজিব বড়ুয়া বলেন, নিষেধাজ্ঞার কারণে ব্যবসা আবার ক্ষতির সম্মুখীন হবে।

এ বিভাগের আরো খবর