পদত্যাগের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই হলে নতুন করে প্রভোস্ট নিয়োগ দিয়েছে প্রশাসন।
বুধবার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ।
চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ জানান, দুই হলে প্রভোস্ট নিয়োগ হয়েছে। খালেদা জিয়া হলের নতুন প্রভোস্ট জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলাম। আর অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পালি বিভাগের অধ্যাপক ড. জ্ঞান রত্ন শ্রমণ। তবে শহীদ আব্দুর রব হলে এখনও কাউকে নিয়োগ দেয়া হয়নি।
এর আগে গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসন থেকে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আব্দুর রব হলের প্রভোস্টসহ বিভিন্ন পর্ষদের ১৬ জন। সোমবার খালেদা জিয়া হল ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্টসহ আরও তিন জন পদত্যাগ করেন।