সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের হট্টগোলের মাঝে পুলিশের হামলায় আইনজীবী-সাংবাদিকসহ আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
সমিতির অডিটোরিয়ামে পুলিশ ঢুকে ভেতরে আইনজীবী ও সাংবাদিকদের ওপর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হামলা চালায়।
এ ঘটনায় এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার নূর মোহাম্মদ, জাগো নিউজের ফজলুল হক, ইন্ডেপেন্ডেন্ট টিভির রিপোর্টার জান্নাতুল ফেরদৌস তানভী আহত হয়েছেন।
এ ছাড়া আইনজীবীদের মধ্যে বিএনপির প্যানেল থেকে সভাপতি প্রার্থী মাহবুব উদ্দিন খোকন, বর্তমান কমিটির সহ-সম্পাদক মাহবুবুর রহমান, মাহফুজ বিন ইউসুফ, আইনজীবী কামরুল ইসলাম সজল, ফয়সাল, রাসেল, সুমাইয়া আক্তার, আয়েশা আক্তার, কামরুল ইসলাম, রেজা।
বিএনপি সমর্থিত বর্তমান কমিটির সহ-সম্পাদক মাহবুবুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আমরা অডিটোরিয়ামের ভেতরে অবস্থান করতেছিলাম। আমাদের দাবি হলো, সবার সমন্বয়ে একটি সাব কমিটি করে নির্বাচনে ভোট গ্রহণ করা। কিন্তু সাদা প্যানেল সেটা মানবে না। এ কারণে সকাল থেকেই ভোট গ্রহণ বন্ধ ছিল, তবে সাড়ে ১১টার দিকে হঠাৎ করে পুলিশ ঢুকে অতর্কিত হামলা করে।
পুরুষ পুলিশ দিয়ে নারী আইনজীবীদের ওপর নির্যাতন করা হয়েছে। তাদের এ হামলায় আমরা আইনজীবীসহ অনেক সাংবাদিকও আহত হয়েছেন।’
আহত এটিএননিউজের রিপোর্টার জাবেদ আক্তার বলেন, ‘বার অডিটোরিয়ামের সকাল থেকেই হট্টগোল চলছিল। কয়েকজন আইনজীবী এসে আমাদেরকে বললেন ভেতরে পুলিশ হামলা করছে। এ খবর পেয়ে আমরা ভেতরে গেলে পুলিশ আমাদের ওপরও হামলা করে। বার বার তাদেরকে সাংবাদিক পরিচয় দেয়ার পরও তারা অকথ্য ভাষায় গালিগালাজ-চর থাপ্পরসহ গায়ে আঘাত করেছে। এক পর্যায়ে আমরা বের হয়ে যেতে চাইলেও তারা বের হতে সুযোগ দেয়নি।’