দিনাজপুরের চিরিরবন্দরে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার আলোকডিহি ইউনিয়নের গোশাহার এলাকা থেকে মঙ্গলবার রাত ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১৫ বছর বয়সী মিরাজ হোসেন ওই উপজেলার নশরতপুর ইউনিয়নের সরদারপাড়ার আমিনুল ইসলামের ছেলে এবং নশরতপুর আদর্শ পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আমরা আসি। আমরা ঘটনাস্থলে এসে গলা কাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করি। এটি কোনো অজ্ঞাত দুষ্কৃতকারীর কাজ। এ বিষয়ে সকল ধরনের তথ্য, উপাত্ত, ঘটনার কারণ উৎঘাটনের চেষ্টা চলছে।
‘পরে রাত ২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’