বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যাত্রাবাড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় ডেলিভারি ম্যান নিহত

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৫ মার্চ, ২০২৩ ১০:৩৭

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৫০ বছর বয়সী শাহাদাত হোসেন ডেমরা ডগাইর এলাকার বাসিন্দা। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শাহাদাতের শ্বশুর আবুল হাসেম সিকদার জানান, শাহাদাত কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে পথচারীরা শাহাদাতকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সোয়া সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর