বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট শুরু বুধবার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৫ মার্চ, ২০২৩ ০০:০০

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে মঙ্গলবার বিকেলে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। নির্বাচনী স্লোগানসহ দুই পক্ষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে মঙ্গলবার বিকেলে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। নির্বাচনী স্লোগানসহ দুই পক্ষের সরব উপস্থিতিও ছিল লক্ষ্য করার মতো।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে বুধবার। বৃহস্পতিবারও ভোটগ্রহণ চলবে। দুদিনই সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এদিকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাবেক বিচারপতি মো. মুনসুরুল হক চৌধুরী সোমবার পদত্যাগ করায় ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

দুই প্যানেল পৃথক নির্বাচন সাব-কমিটি ঘোষণা করলেও পরে সমঝোতার ভিত্তিতে মুনসুরুল হক চৌধুরীকে প্রধান করে নির্বাচন সাব-কমিটি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর টিকল না। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই প্যানেল আবারও পৃথক নির্বাচন সাব-কমিটি ঘোষণা করে নির্বাচন করছে।

তবে এর জন্য আওয়ামী সমর্থিত সাদা প্যানেলকে দায়ী করে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি নিউজবাংলাকে বলেন, ‘তারা চাচ্ছেন জোর করে ভোট করতে। এ জন্য তারা ব্যালট পেপার দখলে নেয়ার চেষ্টা করছেন। আমরা সেটা হতে দেব না।’

এ বিষয়ে জানতে সাদা প্যানেল থেকে সভাপতি ও সম্পাদক প্রার্থীকে ফোন করা হলে তারা রিসিভ করেননি। নীল প্যানেল প্রার্থীর অভিযোগ উড়িয়ে দিয়ে সাদা প্যানেল থেকে সহ-সভাপতি প্রার্থী জেসমিন সুলতানা বলেন, ‘ভোটগ্রহণের জন্য যাবতীয় আয়োজন সম্পন্ন। আশা করি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে। সুষ্ঠু ভোটের মাধ্যমেই সাদা প্যানেল জয়লাভ করবে।’

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সুপারিনটেন্ডেন্ট রবিউল আলম বলেন, ‘বুধবার ভোটগ্রহণ শুরুর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

এ দিকে মঙ্গলবার বিকেলে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। নির্বাচনী স্লোগানসহ দুই পক্ষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সন্ধ্যায় সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল থেকে সভাপতি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে কয়েক শ’ আইনজীবী সুপ্রিম কোর্ট বারে সুষ্ঠু নির্বাচন ও ভোটগ্রহণের দাবিতে বিক্ষোভ করেন।

অন্যদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলের সভাপতি প্রার্থী মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক প্রার্থী আবদুন নূর দুলালের সমর্থনে সরকার সমর্থক আইনজীবীদের একই জায়গায় অবস্থান নিয়ে পাল্টা স্লোগান দিতে দেখা গেছে।

দুই পক্ষের আইনজীবীদের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় নির্বাচন পরিচালনা উপকমিটির সদস্য এ এস এম মোক্তার কবির খানকে আহ্বায়ক করে নির্বাচন পরিচালনা কমিটি করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল।

অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামানকে আহ্বায়ক করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল।

এ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলের মধ্যে।

এ নির্বাচনে অংশ নিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল থেকে সভাপতি পদে বর্তমান সভাপতি সিনিয়র অ্যাডভেকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে বর্তমান সম্পাদক আবদুন নূর দুলাল নির্বাচন করছেন।

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল থেকে সভাপতি পদে সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রার্থী হয়েছেন।

বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু ও অ্যাডভোকেট সরকার তাহমিনা সন্ধ্যা, সহ-সম্পাদক পদে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও অ্যাডভোকেট মো. আব্দুল করিম, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট রেজাউল করিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, অ্যাডভোকেট ফাতিমা আক্তার, অ্যাডভোকেট ফজলে এলাহি অভি, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদ ও অ্যাডভোকেট রাসেল আহমেদ।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, কোষাধ্যক্ষ পদে এম মাসুদ আলম চৌধুরী এবং সহ-সম্পাদক পদে এ বি এম নূরে আলম (উজ্জ্বল) ও এম হারুন উর রশিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাকি ৭ সদস্য পদে মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্রু, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন ও মনিরুজ্জামান রানা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাযর্করী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং সদস্য পদে ৭টিসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো খবর