চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশ ও পণ্যের মান সনদ না থাকা পাঁচটি রেস্তোরাঁয় যৌথ অভিযান চালিয়েছে সরকারের তিনটি সংস্থা। নগরীর পৃথক চারটি এলাকার এসব রেস্তোরাঁয় নোংরা পরিবেশে খাবার তৈরি করায় কয়েক লাখ টাকা জরিমানা করা হয়।
আসন্ন রমজান মাস উপলক্ষে মঙ্গলবার অভিযান পরিচালনা করেন র্যাব-৭, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও নিরাপদ খাদ্য অধিদপ্তর।
অভিযানে নগরীর জিইসি মোড়ের কাচ্চি ডাইনকে ১ লাখ ২০ হাজার, এশিয়ান কাবাব ও বিরিয়ানি হাউসকে ১ লাখ, মুরাদপুরের মক্কা হোটেলকে দেড় লাখ, আতুরার ডিপু এলাকার বাগদাদ হোটেল ও বিরিয়ানি হাউসকে ২ লাখ এবং খাবার মেলা রেস্তোরাঁ ও বিরিয়ানি হাউসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, মাহে রমজান উপলক্ষে বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ দেখা গেছে। এ ছাড়া, মোড়কজাতকরণ আইনলঙ্ঘন ও পণ্যের সিএম মান সনদ পাওয়া যায়নি।
এর আগে গত রোববার নগরীর মোগলটুলী ও পশ্চিম মাদারবাড়ি এলাকার পাঁচ বেকারিকে নানা অভিযোগে ১৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান নুরুল আবছার।