ফেনী শহরে যাত্রীর ফেলে যাওয়া প্রায় দুই লাখ টাকা ফিরিয়ে দিলেন রিকশাচালক রাশেদ।
শহরের রেজিষ্ট্রি অফিসে গিয়ে সোমবার রাতে মো. ইউসুফ নামের ওই যাত্রীর কাছে তিনি টাকাগুলো বুঝিয়ে দেন।
রিকশাচালক রাশেদ লক্ষ্মীপুর সদর থানার চর মার্টিন এলাকার আবুল কাশেমের ছেলে।
ইউসুফ জানান, বোনের মেয়ের জামাতার বিদেশ যাত্রার জন্য ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে রিকশাযোগে ফেনী শহরের ইসলামী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন তিনি। গন্তব্যস্থলে পৌঁছে টাকার ব্যাগটি ভুলে রিকশায় রেখে ব্যাংকে চলে যান। পরে দ্রুত ফিরে এসে দেখেন রিকশাচালকও নেই।
রিকশাচালক রাশেদ জানান, বাসায় যাওয়ার পথে তিনি রিকশায় রাখা একটা শপিং ব্যাগে অনেকগুলো টাকা দেখতে পান। একপর্যায়ে টাকার মালিককে খুঁজে বের করে সেগুলো ফিরিয়ে দেন।
রাশেদ বলেন, টাকাগুলো মালিকের হাতে তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত।