ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে ঋণখেলাপি হওয়ায় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক মল্লিকের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
ময়মনসিংহ জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পদ্মা ব্যাংক হালুয়াঘাট শাখা থেকে ৫০ লাখ টাকা কৃষি ঋণ নিয়েছিলেন আব্দুল্লাহ আল ফারুক মল্লিক। পরে লেনদেন না করায় তার ঋণের টাকার পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যায়। এ অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষ আদালতের নথিপত্র আমাদের কার্যালয়ে জমা দিলে সেগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।’
পদ্মা ব্যাংক হালুয়াঘাট শাখার ম্যানেজার মো. রুহুল আমিন নিউজবাংলাকে বলেন, ‘২০১৪ সালে ৫০ লাখ টাকা সিসি লোন নিয়েছিলেন আব্দুল্লাহ আল ফারুক মল্লিক। ২০১৬ সালের জুন পর্যন্ত সামান্য লেনদেন করে একপর্যায়ে তিনি লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দেন। এ অবস্থায় ২০১৮ সালে তার কাছে সুদসহ ব্যাংকের পাওনার পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৩৬ লাখ টাকা। তখন তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করা হয়।’
তিনি বলেন, ‘বছরের পর বছর কিস্তি পরিশোধ না করে টালবাহানা চালিয়ে ঠিকই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ফারুক মল্লিক। তার প্রার্থিতা যাচাই-বাছাইয়ের সময়ও ঋণখেলাপির বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়।
‘কিন্তু ফারুক মল্লিকের বিরুদ্ধে ৬ মাসের আগে অভিযোগ গ্রহণযোগ্য হবে না মর্মে হাইকোর্ট থেকে একটি অর্ডার থাকায় তিনি নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছিলেন। ৬ মার্চ ওই আদেশের বিরুদ্ধে আমরা হাইকোর্টের আপিল বিভাগে আবেদন করলে ৮ সপ্তাহের জন্য ওই রায় স্টে করে দেন বিচারক।’
ব্যাংক কর্মকর্তা মো. রুহুল আমিন আরও বলেন, ‘আদালতের দেয়া আদেশটি পরদিনই জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার হাতে পৌঁছে দেয়া হয়। কিন্তু প্রার্থিতা বাতিলের কোনো নির্দেশনা আসেনি। এ অবস্থায় সংবাদমাধ্যমে বিষয়টি জানানো হবে জানালে দ্রুত প্রধান কার্যালয়ে নথিপত্র পাঠানো হয়। পরে তার প্রার্থিতা বাতিল করা হয়।’
ঋণখেলাপি হওয়ায় বিষয়টি জানতে আব্দুল্লাহ আল ফারুক মল্লিকের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। নিউজবাংলার পরিচয় দিয়ে এসএমএস দিলেও সাড়া দেননি তিনি।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা হাসান নিউজবাংলাকে বলেন, ‘গাজর প্রতীক নিয়ে প্রার্থী হয়েছিলেন ফারুক মল্লিক। প্রার্থিতা বাতিলের কাগজ হাতে পেয়ে তাৎক্ষণিক তার প্রচার বন্ধ করা হয়েছে।’
যা বললেন পদ্মা ব্যাংকের এমডি
এ বিষয়ে নিউজবাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, ‘ঋণখেলাপি দেশ ও জাতির শত্রু। একজন ঋণখেলপিও ছাড় পাবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।’
আবদুল্লাহ আল ফারুক মল্লিকদের মতো ঋণখেলাপিদের আইনের আওতায় আনতে সাহায্য করায় দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ ও প্রধান নির্বাচন কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পদ্মা ব্যাংক লিমিটেড ক্লাসিফায়েড লোন থেকে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫০ কোটি টাকা আদায় করেছে। চলতি বছর শেষে তিনশ’ কোটি টাকা ক্লাসিফায়েড লোন থেকে আদায়ের লক্ষ্য রয়েছে।
হালুয়াঘাট পৌরসভায় ভোট বৃহস্পতিবার
আগামী ১৬ মার্চ অনুষ্ঠেয় এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম ভূঞা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হালুয়াঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ (মোবাইল ফোন), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ (নারিকেল গাছ) এবং উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব (জগ)।
এ ছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৮ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে ৮ হাজার ৮০৭ জন পুরুষ ও ৯ হাজার ১৪৭ জন নারী ভোটার রয়েছেন। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই পৌরসভার এলাকাগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পাড়া-মহল্লার চায়ের দোকানে, অলি-গলিতে জমে উঠেছে নির্বাচনী আলোচনা। চলছে দিন-রাত প্রচার। পৌর শহরের রাস্তাঘাট ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। চলছে মিছিল আর স্লোগান। প্রার্থীরা লিফলেট বিতরণের পাশাপাশি উঠান বৈঠক করে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।