মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই আরোহী মারা গেছেন।
জেলার সদর উপজেলার চক-শ্যামনগর আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত ২৫ বছরের লিজন হোসেন মুজিব নগর উপজেলার দারিয়াপুর গ্রামের আজমত আলীর ছেলে ও নিহত রাইদুল ইসলাম ওই একই এলাকার বাসিন্দা।
মেহেরপুর ফায়ার স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘সকালের দিকে খবর পাই মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে। ঘটনাস্থলে এসে দেখি একটি সুজুকি মোটরসাইকেল সড়কের পাশে থাকা মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লেগে ধানক্ষেতের মধ্যে পড়ে আছে। তারপাশেই পড়ে আছে দুই আরোহীর মরদেহ। ঘটনাস্থল থেকে আমরা মরদেহ দুটি উদ্ধার করি।’
মেহেরপুর জেলা পুলিশ সুপার সদর সার্কেল আজমল হোসেন জানান, মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।