মেহেরপুরে ভুয়া পুলিশ অফিসার সেজে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার সাকেরদাহ উত্তরপাড়া থেকে সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করে মেহেরপুর জেলা পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়।
গ্রেপ্তার ২৬ বছর বয়সী সোহেল রানা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ জেলার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ১০ মার্চ সোহেল পুলিশ পরিচয়ে জেলার সদর উপজেলার বারাদি বাজারে সবুজের গ্যারেজে একটি পুরাতন মোটরসাইকেল ক্রয় করতে আসে। এ সময় বাইকটি পরীক্ষা করার কথা বলে বাইকটি চালিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ওই ঘটনায় গ্যারেজ মালিক সবুজ মেহেরপুর সদর থানায় একটা অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের সময় সোহেলের কাছে থেকে সাব-ইন্সপেক্টর ব্যাচ, পুলিশের পোশাক, পিস্তল কাভার, পুলিশ জ্যাকেট ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ওসি জানান, মঙ্গলবার সোহেলকে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।