বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডেসকোর এমডি কাওসারের চাকরির মেয়াদ এক বছর বাড়ল

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৩ মার্চ, ২০২৩ ২২:৪৯

সম্প্রতি ডেসকোর পরিচালনা পর্ষর্দের সুপারিশের পর ৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ (কোম্পানি অ্যাফেয়ার্স-১ অধিশাখা) থেকে এ সংক্রান্ত পত্র ইস্যু করা হয়।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কাওসার আমীর আলীর চাকরির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।

সম্প্রতি ডেসকোর পরিচালনা পর্ষর্দের সুপারিশের পর ৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ (কোম্পানি অ্যাফেয়ার্স-১ অধিশাখা) থেকে এ সংক্রান্ত পত্র ইস্যু করা হয়।

গত ৭ মার্চ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৫৬তম সভায় সর্বসম্মতিক্রমে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাওসার আমীর আলীর চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুপারিশ করা হয়। এ ছাড়া এমডি পদে তার চুক্তিভিত্তিক নিয়োগে ডেসকোর সার্ভিস রুলসও বিবেচনায় নেয়া হয়েছে।

দেশের পুরো বিদ্যুৎ সেক্টরে একজন সরকারি কর্মকর্তার এই ধরনের চাকরির মেয়াদ বৃদ্ধির এটি দ্বিতীয় ঘটনা। তার এ চুক্তিভিত্তিক নিয়োগের ফলে বিদ্যুৎ সেক্টরে তিনি হলেন দ্বিতীয় ব্যক্তি যার দ্বিতীয় বারের মত চাকরির মেয়াদ বাড়ল। এর আগে প্রথম ব্যক্তি হিসেবে ডিপিডিসির এমডি প্রকৌশলী বিকাশ দেওয়ানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

২০২০ সালের ২৯ মার্চ ডেসকোর এমডি পদে যোগ দেয়ার আগে বিউবোর্ডে সদস্য (বিতরণ) হিসেবে অবসরত্তোর ছুটিতে ছিলেন কাওসার আমীর আলী। ২০২০ সাল দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণের সময়ও তিনি দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে ডেসকোর এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। এ নিয়ে দ্বিতীয় দফায় কাওসার আমীর আলীর চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব এইচ. এম. নূরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক পদে কাওসার আমীর আলীর চুক্তির মেয়াদ ২০২৩ সালের ১২ মার্চ থেকে ২০২৪ সালের ১১ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।

এ বিভাগের আরো খবর