শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি কোনো রাজনৈতিক উদ্দেশে নয়, বরং পরিবারের পক্ষ থেকে ঐতিহাসিক ৭ মার্চ ধানমন্ডি ৩২ নম্বরে তার নানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও তার খালা শেখ হাসিনা।
কাতার সফর নিয়ে সোমবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘৭ মার্চ ফুল দিতে রেদওয়ান সিদ্দিকী ববি গিয়েছে। হ্যাঁ, আমাদের পরিবারের পক্ষ থেকে সে গেছে। এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা এমবিশন নিয়ে যায়নি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি আমার ছোট বোন রেহানা, আমাদের ৫ ছেলে মেয়ে। তারা কিন্তু আপনাদের জন্য কাজ করে যাচ্ছে।
‘ আজকে ইয়াং বাংলা বলেন, স্টার্টআপ প্রোগ্রাম বলেন, যা যা বলেন, সিআরআই থেকে যত রকমের গবেষণা… তারা কিন্তু কাজ করে যাচ্চে দেশের স্বার্থে। আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি। আজকে দক্ষ জনশক্তি গড়ে তোলার যে কাজ সেখানে কিন্তু সকলের কিছু অবদান আছে।’
শেখ হাসিনা বলেন, ‘আজ তারা অটিজম নিয়ে কাজ করছে, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে। তারা কিন্তু দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এমনকোনো এমবিশন নিয়ে করে নাই। এ পর্যন্ত দলের কোনো মেম্বার করিনি তাদের। কোনো কিছুর মধ্যে তারা আসে না। রাজনৈতিক অভিলাষ নিয়ে কাজ করে না। তারা জনগণের স্বার্থে কাজ করে।’