মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাহাবুদ্দিনকে অনেক পোড় খাওয়া মানুষ, দেশপ্রেমী ও রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন তিনি।
কাতার সফর নিয়ে সোমবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যে রাষ্ট্রপতি নির্বাচন করেছি তিনি কিন্তু অনেক পোড় খাওয়া মানুষ এবং একজন মুক্তিযোদ্ধা। এমনকি ৭৫-এর পর জিয়াউর রহমান তাকে গ্রেপ্তার করে ডান্ডাবেরি দিয়ে রেখেছিলেন। কারণ তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলেন।
‘এ ধরনের ঘাত-প্রতিঘাতের মধ্য থেকে তিনি উঠে এসেছেন। কখনই খুব বেশি একটা নামধাম প্রচার করতে চাননি, যানওনি। জুডিশিয়াল সার্ভিসের চাকরি করেছেন।’
শেখ হাসিনা বলেন, ‘বিএনপির আমলে বাধ্য হয়ে তাকে (সাহাবুদ্দিন) চাকরি ছাড়তে হয়েছে। তার মাঝে দায়িত্ববোধ যেটা, দেশপ্রেম যেটা সব থেকে প্রয়োজন তা আছে। আছে রাজনৈতিক সচেতনতা।
‘সবচেয়ে বড় কথা মুক্তিযোদ্ধা হিসেবে দেশপ্রেম, রাজনৈতিক সচেতনা আছে। সেই ব্যক্তিত্ব আছে। কাজেই তারও সব সময় সেই প্রচেষ্টাই থাকবে, নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়। সেটাই চাইবো।’