বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘উত্ত্যক্তের’ প্রতিবাদ, দিনাজপুরে মারধরের শিকার জবি শিক্ষক-শিক্ষার্থীরা

  • প্রতিনিধি, দিনাজপুর    
  • ১৩ মার্চ, ২০২৩ ১১:৫৮

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে, তারা এই ঘটনা একটি অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ আসলে সেটা নেয়া হবে এবং জড়িতদের আইনের আওতায় নেয়া হবে।

শিক্ষা সফরে এসে দিনাজপুরের স্বপ্নপুরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন তিন শিক্ষকসহ ১০ শিক্ষার্থী। তাদের মধ্যে দুজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত ২ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে রোববার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর ভেতরে এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরাফাত ও তালহা।’

আরাফাত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বাউচর গ্রামের বাহাব উদ্দিনের ছেলে এবং তালহা ঢাকা আশুলিয়া জাহাঙ্গীর হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের ৮৩ জনের একটি দল মাঠকর্ম করতে দিনাজপুরে আসেন। রোববার সারাদিন তারা মধ্যপাড়া, বড়পুকুরিয়াসহ বিভিন্ন এলাকায় মাঠকর্ম করেছেন।

বিকেলে তারা প্রবেশ করেন বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী। স্বপ্নপুরীর একটি রাইডে উঠে শিক্ষক-শিক্ষার্থীরা। সেখান থেকে চলে আসার পর একটি ব্যাগ ফেলে আসে, পরে সেখানে দুই ছাত্রী ওই ব্যাগটি আনতে গেলে রাইডে কর্তব্যরত কয়েকজন ছাত্রীদেরকে উত্ত্যক্ত করে। বিষয়টি তারা সহপাঠীদের জানালে শিক্ষার্থীরা সেখানে গিয়ে প্রতিবাদ করে। আর এই প্রতিবাদ করাতেই তাদেরকে মারধর করে বিনোদন কেন্দ্রটি দায়িত্বে থাকা কর্মচারীরা। এতে প্রায় ১০ জন আহত হন। তাদের মধ্যে ৫ জনকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন জানান, প্রতি বছরই বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের মাঠকর্ম করার জন্য বিভিন্ন জেলায় যাওয়া হয়। তবে দিনাজপুরের স্বপ্নপুরীতে যেটি ঘটেছে সেটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। স্বপ্নপুরীর স্টাফরা সম্মিলিতভাবে এই মারধর করেছে, আমাদের কাছ থেকে মোবাইলও কেড়ে নিয়েছে। পরে পুলিশের সহযোগিতায় আমরা সেখান থেকেই রেহাই পাই। পুলিশের সহযোগিতায় আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আহত শিক্ষার্থীরা হলেন, তালহা, আরাফ, বিনয়, তাসিন, প্রান্ত, জিনয়, মুন্না, সিঞ্জন বসাকসহ অনেকে। আর পাঁচজন শিক্ষকের মধ্যে তিনজন শিক্ষক আহত হয়েছেন।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এসব শিক্ষার্থীদের প্রায় ৪০ জনের একটি দল শিক্ষা সফরে দিনাজপুরে এসেছেন। রাতে তারা দিনাজপুরে থাকবেন এই ব্যবস্থাও করে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় পুলিশ সে বিষয়টি তদারকি করছে। আর মারামারির ঘটনায় যারা জড়িত এমন ৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে, তারা এই ঘটনা একটি অভিযোগ দায়ের করবেন বলে আমাদেরকে জানিয়েছেন অভিযোগ আসলে সেটা গ্রহণ করা হবে এবং জড়িতদের আইনের আওতায় নেয়া হবে।

এ বিভাগের আরো খবর